ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গা সীমান্তে তিন বাংলাদেশিকে হস্তান্তর

চুয়াডাঙ্গা সীমান্তে তিন বাংলাদেশিকে হস্তান্তর

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার বেনিপুর সীমান্তে দুদেশের পতাকা বৈঠকের মাধ্যমে সুমন শিকদার (২৬), অনিক বিশ্বাস (৩৭) ও নাসিমা বেগম, (৩৮) নামের তিন বাংলাদেশিকে গত শনিবার রাতে বিএসএফ- বিজিবির কাছে হস্তান্তর করেছে। গতকাল রোববার জীবননগর থানা পুলিশ তাদেরকে নিজ নিজ পরিবারের সদস্যদের হাতে তুলে দিয়েছে।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন মহেশপুর ৫৮ ব্যাটলানের বেনিপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শরাফত আলীসহ ৮ জন এবং ভারতের পক্ষে সীমানগর ১৯৪ ব্যাটালিয়নের পুটি খালি ক্যাম্পের এএস সাদেক আলীসহ ৮ জন।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, গত এক বছর আগে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার গুয়াধানা গ্রামের সুনীল শিকদারের ছেলে সুমন সিকদার, গোপালগঞ্জ সদর উপজেলার ডোমরাশুর গ্রামের নৃপেন বিশ্বাসের ছেলে অনিল বিশ্বাস ও সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সিংহলাল গ্রামের আনসার মোড়লের মেয়ে নাসিমা বেগম বেনিপুর সীমান্ত দিয়ে কাজ করার উদ্দেশ্যে ভারতের কলকাতা শহরে যায়। সেখানে এক বছর কাজ করার পর গত শনিবার জুলাই বিকালে ভারতের পুটি খালী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ভারতের পুটেখালি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদেরকে আটক করে। এরপর ঐদিন রাতেই তাদেরকে মেদনীপুর সীমান্তের ৬২ নম্বর এর কাছে দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ-বিজিবির কাছে হস্তান্তর করে। এরপর বিজিবি সদস্যরা রাত ৯টার দিকে জীবননগর থানা পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করেন। আজ রবিবার দুপুরে পুলিশ তাদেরকে নিজ নিজ পরিবারের সদস্যদের হাতে তুলে দেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, হস্তান্তরকৃতদের নাম ঠিকানা যাচাই-বাছাই শেষে গতকাল রোববার দুপুরে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত