কক্সবাজারের রামুতে কোরবানির গরু লুট ও ছুরিকাঘাতে সালাহউদ্দিন পারভেজ নামে এক যুবককে হত্যার ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ।
গ্রেপ্তাররা হলেন, ফতেখাঁরকুল ইউনিয়নের হাই টুপি এলাকার মৃত ইউসুফের ছেলে মো. আলম (৩৯)। অন্যজন হলেন কাউয়ারখোপ ইউনিয়নের ডোল পাড়ার বাসিন্দা ঠাডাল জাগেরের ছেলে মো. আলম (২৮)।
পুলিশ জানায়, মামলার তদন্তে অভিযুক্তদের শনাক্ত করা হয়। এরপর মামলা তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শওকত জামিলের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।