ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

আজ শাজাহান সিরাজের পঞ্চম মৃত্যুবার্ষিকী

আজ শাজাহান সিরাজের পঞ্চম মৃত্যুবার্ষিকী

আজ (১৪ জুলাই) স্বাধীনতার ইশহেতার পাঠক ও সাবেক মন্ত্রী শাজাহান সিরাজের পঞ্চম মৃত্যুবার্ষিকী। তিনি ২০২০ সালের ১৪ জুলাই ৭৭ বছর বয়সে মারা যান। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা ও জন্মস্থান টাঙ্গাইলের কালিহাতীতে শাজাহান সিরাজ ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হবে। শাজাহান সিরাজের মেয়ে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বিষয়টি নিশ্চিত করেছেন। শাজাহান সিরাজ ৬ দফা ও ৬৯ এর গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৭১ সালের ৩ মার্চ মহান স্বাধীনতার ইশতেহার পাঠ করেন। তিনি ১৯৭২ সালে জাসদ গঠন করেন এবং পরবর্তীতে বিএনপিতে যোগদান করেন। তিনি টাঙ্গাইল-৪ কালিহাতী আসন থেকে ৫ বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৯১ সালে নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং ২০০১ সালে বন ও পরিবেশ মন্ত্রীর দায়িত্বপালন করেন। তাকে ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত