ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

রাজবাড়ীতে কৃষক দলের পরীক্ষিত নেতাদের পদায়নের দাবি

রাজবাড়ীতে কৃষক দলের পরীক্ষিত নেতাদের পদায়নের দাবি

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক আয়ুবুর রহমান আয়ুবকে অবিলম্বে বহিষ্কার এবং ত্যাগী ও পরীক্ষিত নেতাদের পদায়নের দাবি জানিয়েছেন দলের জেলা, সদর থানা ও পৌর শাখার নেতাকর্মীরা। গতকাল রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক যৌথ কর্মীসভায় তারা এই দাবি জানান। সভায় বক্তারা কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সংগঠনের স্বার্থে দলে অনুপ্রবেশকারী সুবিধাবাদীদের প্রতিহত করে তৃণমূল নেতাদের মূল্যায়ন নিশ্চিত করতে হবে। জেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক জিয়াউল হক আরিফের সভাপতিত্বে ও সদর উপজেলা কৃষকদলের প্রস্তাবিত যুগ্ন-আহ্বায়ক আব্দুর রাজ্জাক খানের সঞ্চালনায় কর্মীসভায় আরও বক্তব্য রাখেন, জেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক রাজু আহমেদ, সদস্য আবু সাঈদ, মো. মজনু মণ্ডল, আব্দুল মান্নান, নুরুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত