ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে এবার এক পুলিশ কর্মকর্তার মেয়ে ডিজিটাল পদ্ধতিতে প্রায় ১৯ লাখ টাকার প্রতারণার শিকার হয়েছে। এ ডিজিটাল অনলাইন পদ্ধতির প্রতারক চক্রের অন্যতম সদস্য সেখ সোহানুর রহমানকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। সে সাতক্ষীরা সদর উপজেলার মনোজিতপুর (কাচারিপাড়া) গ্রামের আতিকুর রহমানের ছেলে। সিরাজগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আহসানুজ্জামান গতকাল রোববার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত যুবক সোহানুর রহমান অনলাইন ডিজিটাল পদ্ধতিতে দেশের বিভিন্ন স্থানে লোকজনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। বিশেষ করে যুবক যুবতীরাই তার কবলে পড়ে এ টাকা বেশি প্রতারণার শিকার হয়েছে। সিরাজগঞ্জ পৌর এলাকার পুরান ভাঙাবাড়ি মহল্লার পুলিশ ইন্সপেক্টর জাকির হোসেনের মেয়ে খুরশিদা জেসমিন স্বর্ণার কাছ থেকে এ পদ্ধতির বিশেষ কৌশলে ১৮ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা নিয়েছে ওই চক্রের অন্যতম সদস্য সোহানুর রহমান। তাকে কোটি টাকা লোভ দেখিয়ে দফায় দফায় এ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে এবং প্রথমে স্বর্ণাকে লাভের মুখ দেখানো হলেও পরবর্তীতে যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। অবশেষে স্বর্ণা বাদী হয়ে ওই প্রতারকসহ আরও ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। পুলিশ এ মামলার ডিজিটাল পদ্ধতিতে তদন্ত শুরু করা হয় এবং গোপন সংবাদেরভিত্তিতে গত শনিবার রাতে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে সোহানুরকে গ্রেপ্তার করা হয়। সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন শিক্ষকের স্ত্রীও অনুরূপ ঘটনায় বিপুল টাকা প্রতারণার শিকার হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত