ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

নোয়াখালীতে জলাবদ্ধতা দূরীকরণে ব্যবস্থা নেওয়ার দাবি

নোয়াখালীতে জলাবদ্ধতা দূরীকরণে ব্যবস্থা নেওয়ার দাবি

নোয়াখালী জেলার জলাবদ্ধতা নিরসন ও বন্যা পরিস্থিতি মানবসৃষ্টি প্রতিবন্ধকতা দূর করনে ১১ দফা দাবি নিয়ে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করা হয়েছে।

গতকার রোববার জেলা প্রশাসক সম্মুখ সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন শেষে জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমদের নিকট স্মারক লিপি প্রদান করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশের শুরার সদস্য, নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার। এ সময় তার সঙ্গে ছিলেন নোয়াখালী জেলা জামায়াতের নায়েবে আমীরদ্বয় অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ, মাওলানা নিজাম উদ্দীন ফারুক ও জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, জেলা কর্মপরিষদ সদস্য বোরহান উদ্দিন, নোয়াখালী পৌর আমীর মাওলানা মোহাম্মদ ইউসুফ, সেক্রেটারি এডভোকেট মোহাম্মদ মায়াজ, নোয়াখালী শহর শাখা ছাত্র শিবিরের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য হাবিবুর রহমান আরমানসহ প্রমুখ নেতারা।

জেলা জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয় জেলার সব খাল ড্রেন ও জলাশয় জরুরিভিত্তিতে পরিষ্কার ও সংস্কার, অবৈধ দখল উচ্ছেদ করে খাল জলাশয়ের স্বভাবিক প্রবাহ নিশ্চিত করতে হবে। সব খালের সরকারি নকশা প্রকাশ করতে হবে। নোয়াখালীর দক্ষিণে ভাটিতে অবৈধভাবে নির্মিত রিকশাওয়ালার বাঁধ অপসারণ কিংবা বিকল্প সৃষ্টি, কোম্পানি গনজ, কবির হাট, সুবর্ণ চরসহ বিভিন্ন উপজেলার পানি নিষ্কাশনের জন্য নদীর সঙ্গে খালের সংযোগ পুনঃস্থাপন করতে হবে। ইন্দনী ধানশালীক, বাজারের নতুন খাল, আলগী খালসহ প্রমুখ সব খাল গভীরভাবে খনন ও চওড়া করতে হবে। মুছাপুর সুইচ গেইট জরুরিভিত্তিতে পুনরায় নির্মাণ করতে হবে, চৌমুহনীর সঙ্গে সম্পৃক্ত খাল সমূহ সংস্কার এবং অবৈধ দখলদার উচ্ছেদ করতে হবে ২৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত সব রাস্তা-ঘাট পুনঃমেরামত, জলাবদ্ধতা নিরসনে একটি দীর্ঘমেয়াদি মাস্টারপ্লান প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। ২৪ সালের ভয়াবহ বন্যার অভিজ্ঞতার আলোকে বিশেষ বরাদ্দ নির্ধারণ করতে হবে। পরে স্মারকলিপি পূর্ব জেলা প্রসাশক কার্যালয়ের সামনে দীর্ঘ মানবন্ধন জলাবদ্ধতা নিরসনে দাবি জানিয়ে অনুষ্ঠিত হয়। জেলা আমিরসহ নেতারা এতে বক্তব্য রাখেন। এরপর নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমদের নিকট স্মারকলিপি প্রধান করা হয়। জেলা প্রশাসক মহোদয় সাধ্যানুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত