ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

দাগনভূঁঞায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

দাগনভূঁঞায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ফেনীর দাগনভূঞা উপজেলায় পুকুরে ডুবে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার মোমারিজপুরের শরাফত আলী ব্যাপারি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম ওয়াসির। তিনি ওই বাড়ির পূবালী ব্যাংক কর্মকর্তা খালেদ সিনহা রাসেলের একমাত্র ছেলে।

দাগনভূঞা থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার জানায়, গতকাল রোববার সকাল ১০টার দিকে ঘরে ও আঙিনায় খেলাধুলা করছিল ওয়াছির। হঠাৎ তাকে না দেখে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত