ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

রংপুরে স্কুল সেশন অনুষ্ঠিত

রংপুরে স্কুল সেশন অনুষ্ঠিত

রংপুর জেলার, সদর উপজেলায় জননী প্রকল্পের আয়োজনে বিশ্ব জনসংখা দিবস উপলক্ষে মমিনপুর ইউনিয়নে খারুয়াবাধা দ্বী-মুখী উচ্চ বিদ্যালয়ে স্পেশাল স্কুল সেশন গতকাল অনুষ্টিত হয়েছে।

জননী প্রকল্পটি কোইকার অর্থায়নে, সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের কারিগরি সহায়তায় এবং আরডিআরএস বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পের মূল লক্ষ্য হলো মাতৃ মৃত্যু ও নবজাতক মৃত্যুর হার হ্রাস করা এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করা।

উক্ত সেশনে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক, পরিবার পরিকল্পনা শিহাব উদ্দীন শেখ, রিজওনাল কনসালটেন্ট, পরিবার পরিকল্পনা ডা. খন্দকার মো. শামসুল আলম, জেলা সমন্বয়কারী, জননী প্রকল্প মো. মাইন উদ্দিন ভূঁইয়া, টেকনিক্যাল স্পেশালিষ্ট, এসবিসিসি সৈয়দা জামিলা সিদ্দিকা, এসএসিএমও মো. মঞ্জুর হোসেন, অফিসার ক্যাপাসিটি বিল্ডিং-জননী প্রকল্প হাসিনুর রহমান মুন্সি, অফিসার গভমেন্ট রিলেশন এন্ড কমিউনিটি মোবিলাইজেশন, জননী প্রকল্প মো. মাহবুব আলম এবং এফপিআই-কমলা কান্ত রায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত