মাগুরা, কুড়িগ্রাম ও শেরপুরে সড়ক দুর্ঘটনায় ছয় জনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার এসব দুর্ঘটনা ঘটে।
মাগুরা : মাগুরায় বাস ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক সাগর (৩০) নিহত হয়েছেন। নিহত সাগর সদর উপজেলা গৌরিচরনপুর গ্রামের আওয়াল মোল্ল্যার ছেলে। অন্যদিকে একই দুঘটনায় বিকালে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রেশমা খাতুন (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
নিহত রেশমা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের দোড়ামতনা গ্রামের আনিসুর রহমানের স্ত্রী। আহতদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন তানিয়া (২০), সোহাগ (২৭), সামসুল (৩৪) এবং সামিহা (৩০)।
গতকাল রোববার মাগুরা সদর উপজেলার রামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদেরকে মাগুরা এবং ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে মাগুরার আলমখালী বাজার থেকে যাত্রী নিয়ে একটি ভ্যান ঝিনাইদহের হাটগোপালপুর বাজারে যাচ্ছিল। পথে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের রামনগর এলাকার ঢালব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গোল্ডেনলাইন পরিবহনের একটি বাস ভ্যানটিকে সামনে থেকে ধাক্কা দেয়।
সে সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের খাদে উল্টে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ভ্যানচালক মাগুরা সদর উপজেলার গৌরিচরণপুর গ্রামের সাগর হোসেন মারা যান।
খবর পেয়ে মাগুরা ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন। মহাসড়কের গর্ত এড়িয়ে ভ্যানটি রাস্তার মাঝে চলে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে হাইওয়ে পুলিশ।
মাগুরা রামনগর হাইওয়ে পুলিশের এসআই মাহাবুব হোসেন বলেন, সকালে মেহেরপুর থেকে যাত্রীবাহী গোন্ডেন লাইন পরিবহনের একটি বাস ঢাকার উদ্দ্যেশে ছেড়ে আসে। পথিমধ্যে মাগুরা-ঝিনাইদহ সড়কের রামনগর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস ব্যাটারিচালিত ভ্যানটিকে ধাক্কা দেয়।
এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায়। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে মাগুরা ও ঝিনাইদ হাসপাতালে পাঠায়। এ দুর্ঘটনায় বাসটিকে উদ্ধারের চেষ্টা বলছেন। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ট্রাক চাপায় দুইজন নিহত, আহত-৩।
কুড়িগ্রাম : কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ড্রাম ট্রাকের চাপায় দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৩ জন। গতকাল রোববার দুপুরে উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, অটোরিকশার চালক বাহার উদ্দিন বানু (৩০) ও অটোরিকশার যাত্রী আতিকা (১৫)। এছাড়াও আহতরা হলেন, আবু বক্কর, মোর্শেদা ও ফাতেমা। নিহত অটোরিকশা চালক পাইকেরছড়া ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয়রা জানান, ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা সোনাহাট স্থলবন্দরগামী একটি ড্রাম ট্রাক বঙ্গ সোনাহাট ইউনিয়নের ঘুন্টিঘর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রী বোঝাই অটোকে চাপা দেয়, ঘটনাস্থলেই অটোচালক মারা যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় অন্য ৪ ব?্যক্তিকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আরও একজন মারা যান। এঘটনায় স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে আটক করলেও এর চালক পালিয়ে যায়।
ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় সাকিবুল (৮) এবং জাকারিয়া (৯) নামে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় মারাক্তকভাবে আহত হয়েছে আমিন (৭) নামে আরও এক শিক্ষার্থী। গতকাল রবিবার (১৩ জুলাই) বিকালে উপজেলার বড় রাংটিয়া (পাতার মোড়) এলাকায় এই মর্মান্তিক দুুর্ঘটনা ঘটে। নিহত ও আহত তিন ছাত্রই উপজেলার নলকুড়া ইউনিয়নের বড় রাংটিয়া দেওয়ানী পাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় মারকাযুত তাকওয়া মাদ্রাসার হেফস বিভাগের শিক্ষার্থী। এ ঘটনায় ঘাতক মাইক্রোবাস ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রোববার বিকালে ওই তিন মাদ্রাসা শিক্ষার্থী মাদ্রাসা ছুটির পর বাড়িতে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠিয়ে দিলে তিন শিক্ষার্থী মারাক্তকভাবে আহত হয়। পরে আহতের স্বজনা দ্রুত উদ্ধার করে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে রেফার করে। পরে তাদেরকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকিবুল ও জাকারিয়াকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘাতক মাইক্রোবাস ও তার ড্রাইবারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। অন্য আহত আমিনের অবস্থাও আশংকাজনক। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক মাইক্রোবাস ও তার চালকে আটক করা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।