চাঁদপুরের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন ও খতিব মাওলানা আ ন ম নুরুর রহমান মাদানী হাফিজাহুল্লাহর ওপর মসজিদে হামলার প্রতিবাদে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ আসর চাঁদপুর শহরের বাইতুল আমিন শপথ চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার গিয়ে শেষ হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশের শুরার সদস্য, চাঁদপুর-৪ আসনের এমপি পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী। সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, জেলা জামায়াতের সেক্রেটারি ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শাহজাহান মিয়া।
বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, সন্ত্রাসীদের কোনো রং নেই, কোনো দল নেই। যারা ইসলামের লেবাস পরে এমন কাজ করে, তারা ইসলামের শত্রু।