চট্টগ্রামের পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও কচুয়াই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইনজামুল হক জসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত ১১টার দিকে চট্টগ্রাম মহানগরীর ২নং গেট এলাকা থেকে তাকে আটক করে পাঁচলাইশ থানা পুলিশ। গত বছরের ৪ আগস্ট পটিয়া বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলি ও হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে পটিয়া থানায়।
গত শনিবার রাতে তাকে দেখতে পেয়ে স্থানীয় ছাত্র-জনতা পুলিশকে খবর দেয়। পরে পাঁচলাইশ থানা পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। পাঁচলাইশ থানার ওসি মো. সোলাইমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান জানান, যেহেতু তার বিরুদ্ধে পটিয়া থানার বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ আরও বেশ কয়েকটি মামলা রয়েছে। সেহেতু আমরা তাকে পটিয়া থানা পুলিশের হাতে হস্তান্তর করব।