ময়মনসিংহ ত্রিশাল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় চারুকলা ও আইন অনুষদ অধীন বিভাগের ২০২৪-২৫ অর্থ বছরে মনোনীত গবেষণা প্রকল্পসমূহের অগ্রগতি সেমিনার অনুষ্ঠিত হয়।
গতকাল রোববার পুরাতন প্রশাসনিক ভবন কনফারেন্স কক্ষে এই সেমিনার উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়। আইন অনুষদ ডিন মুহাম্মদ ইরফান আজিজ ও চারুকলা অনুষদ ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদের যৌথ সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করে বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম তিনি বলেন, ‘আমাদের গবেষণাগুলো যুগোপযোগী করে গড়ে তুলতে হবে, তা যেন দেশের অগ্রগতিতে কাজে লাগতে পারে। সর্বশেষ অর্থবছরে আইন অনুষদ ও চারুকলা অনুষদ গবেষণা প্রকল্পগুলোর ভবিষ্যতে এ ধরনের কাজকে আরও বেশি পৃষ্ঠপোষকতা করা হবে।’ সেমিনারের প্রশ্ন-উত্তর পর্বের মধ্যদিয়ে গবেষণাগুলো আরও বেশি উন্নত ও গ্রহণযোগ্যতা পাবে। পরিশেষে সেমিনার আয়োজনের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও সেমিনারের সফলতা কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। স্বাগত বক্তব্য দেন চারুকলা অনুষদের পক্ষে প্রফেসর ড. তপন কুমার সরকার ও আইন অনুষদের পক্ষে সহযোগী অধ্যাপক মো. আহসান কবীর। সঞ্চালনা করেন চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক মাসুম হাওলাদার।
সেমিনারের উদ্বোধনী পর্বে আরও উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মিজানুর রহমান প্রমুখ।