ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বাঁশখালীতে মতবিনিময় সভা

বাঁশখালীতে মতবিনিময় সভা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুইছুঁড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জেনারেল ম্যানেজার (জিএম) বাঁশখালীর পূর্ব পুইছড়ি গ্রামের ঐতিহ্যবাহী মিয়া বাড়ির সন্তান মেরিন চিফ ইঞ্জিনিয়ার জিয়াউর রহমান চৌধুরীকে সম্মাননা প্রদান ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার পুইছুঁড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে মত বিনিময় সভায় নব নির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার মো. জিয়াউর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হাইকোর্টের ডেপুটি অ্যার্টানি জেনারেল মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডা. মোস্তাফিজুর রহমান আশেক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব কামরুল হুদা ছিদ্দিকী, দক্ষিণ নাপোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কচির উদ্দিন, কণ্ঠশিল্পী রিদুয়ানুল কবির চৌধুরী, গোলাম কিবরিয়া, অ্যাডভোকেট মিজবাহ উদ্দীন প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত