ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ঠাকুরগাঁও সীমান্তে আটক ছয় বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে বিএসএফ

ঠাকুরগাঁও সীমান্তে আটক ছয় বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে বিএসএফ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে আটক ছয় বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

গতকাল রোববার দুপুরে উপজেলার রত্নাই সীমান্ত দিয়ে তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়।

তারা হলেন- শফিকুল (২৪), রোহান (১৯), নাইম (১৭), আলামিন (১৭), রাসেল (২১) ও আনোয়ার (২২)। তাদের সবার বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলায়।

বিজিবি সূত্র জানায়, তারা দীর্ঘদিন ধরে ভারতের একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

দেশে ফেরার পথে ভারতের সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করে।

পরে কোম্পানি কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত