ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বাঙ্গরায় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

বাঙ্গরায় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরায় আসিফ মাহমুদ সজিব ভুইয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে উদ্বোধন করা হয়েছে। গত শনিবার বিকালে বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, জাতীয় নাগরিক পার্টির উপদেষ্টা ও শিক্ষানুরাগী আলহাজ্ব গোলাম কিবরিয়া সরকার। বাঙ্গরা ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা আহ্বায়ক ওবাইদুল হক সিদ্দিকী, জাতীয় নাগরিক পার্টির বাঙ্গরা বাজার থানার সভাপতি কামরুল হাসান ক্যানাল, বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ের সভাপতি শফিকুল ইসলাম ভুইয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান সেলিম এবং কেন্দ্রীয় সমন্বয়ক ইব্রাহিম খলিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত