
হরতালের সমর্থনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘী এলাকায় গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। গত শনিবার রাতে উপজেলার ঠাকুরদিঘী এলাকায় এ ঘটনা ঘটে। এসময় তারা আগুন দিয়ে সেখানে বিভিন্ন স্লোগান দিয়ে তারা পালিয়ে যায়। অবরোধের চেষ্টায় ৪০ সেকেন্ডের একটি ভিডিও ছাত্রলীগ নেতা শহীদুল ইসলামের ফেসবুক আইডিতে শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যায় প্রথমে একজন পেট্রল ঢেলে মহাসড়কে রাখা গাছে আগুন ধরিয়ে দেয়। এরপর আরও কয়েকজন তাদের সাথে যোগ দেন। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা হরতাল ও অন্তর্বর্তীকালীন সরকার ড. ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে স্লোগান দেন। সকলের মুখে মাস্ক এবং হেলমেট পরা ছিল। জানা গেছে, গোপালগঞ্জে ছাত্রলীগ নেতা-কর্মী নিহত ও গণগ্রেপ্তারের ঘটনায় রোববার সকাল থেকে সারা দেশে হরতালের ডাক দিয়েছে ছাত্রলীগ। হরতালের সমর্থনে রাতের আঁধারে দেশের লাইফলাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা করে তারা। যোগাযোগ করা হলে জোরারগঞ্জ থানার ওসি এম আব্দুল হালিম বলেন, মহাসড়কের ঠাকুরদিঘী এলাকায় রাতের আঁধারে সড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা চালায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায়। এরপর সড়ক থেকে গাছের গুঁড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।