ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

আগামীকাল ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির পদযাত্রা

আগামীকাল ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির পদযাত্রা

সারা দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হবে জুলাই পদযাত্রা। আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় শহরের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চ ময়দানে বক্তব্য রাখবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। পদযাত্রাকে সফল করতে এরইমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নাগরিক পার্টির নেতারা। গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির নেতারা বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) মো. আতাউল্লাহ বলেন, ২৪ জুলাইয়ের পদযাত্রায় অংশ নিতে এনসিপির কেন্দ্রীয় নেতারা কুমিল্লায় পদযাত্রা শেষ করে আজ বুধবার রাত ১০টায় ব্রাহ্মণবাড়িয়ায় প্রবেশ করবেন।

পদযাত্রায় অংশ নিতে ব্রাহ্মণবাড়িয়ায় আসবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, এনসিপির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারাসহ কেন্দ্রীয় নেতারা। ২৪ জুলাই সকাল ১০টায় এনসিপির কেন্দ্রীয় নেতারা জুলাই গনঅভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত করবেন।

সকাল ১১টায় শহরের কাউতলি এলাকায় জমায়েত হয়ে পদযাত্রা শুরু করবে কেন্দ্রীয় নেতারা। পদযাত্রাটি শহরের টিএ রোড, মসজিদ রোড, সড়ক বাজার, পুরাতন সিনেমা হল, কুমারশীল মোড়, রামকানাই মোড়, লোকনাথ উদ্যান (টেংকের পাড়) হয়ে সদর হাসপাতাল রোড দিয়ে জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চ ময়দানে প্রবেশ করবে। পরে সেখানে সমাবেশে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতারা। সমাবেশ শেষে জুলাই পদযাত্রাটি বিশ্বরোড মোড় দিয়ে বিজয়নগর উপজেলার চান্দুরা হয়ে হবিগঞ্জ জেলায় প্রবেশ করবে।

সংবাদ সম্মেলনে মো. আতাউল্লাহ বলেন, পদযাত্রা সফলে আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত