ফেনীর সোনাগাজীতে শেলটেকের উদ্যোগে নগর অবকাঠামো উন্নয়নে মহাপরিকল্পনা নিয়ে জরিপকৃত তথ্য উপস্থাপনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নাজিয়া হোসেনের সভাপতিত্বে পৌর মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন সোনাগাজী উপজেলা সকারি কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা, সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজীদ আকন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম তাহেরুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী আবু সায়েম, সোনাগাজী পৌর বিএনপির সদস্য সচিব নিজাম উদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম, নিজাম উদ্দিন, পৌরসভার সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির প্রমুখ।