ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত

আফসানকে ফিরে পেলেও নিখোঁজ তার মা আফসানা

আফসানকে ফিরে পেলেও নিখোঁজ তার মা আফসানা

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনার পর সুস্থ অবস্থায় পাওয়া গেছে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আফসান ওহিকে। কিন্তু এ দুর্ঘটনার পর গতকাল মঙ্গলবার দুইদিন পেরিয়ে গেলে এখনও নিখোঁজ রয়েছেন তার মা আফসানা প্রিয়া। এ দুর্ঘটনার পর তার পরিবারের সদস্যরা দুর্ঘটনা কবলিত স্থানসহ বিভিন্ন হাসপাতালে তাকে খোঁজে ফিরছেন। এ তথ্য নিশ্চিত করেছেন ওই শিক্ষার্থী আফসানের হতাশাগ্রস্থ পরিবার। নিখোঁজ আফসানা প্রিয়া হলেন, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের মেদীআশুলাই এলাকার ব্যবসায়ী ওহাব মৃধার স্ত্রী ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আফসানের মা।

এলাকাবাসী ও ওই শিক্ষার্থীর পরিবার সূত্রে জানা গেছে, রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় গত সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় ওই স্কুলের অনেক শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন দেড় শতাধিক শিক্ষক-শিক্ষার্থী।

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আফসান ওহি। প্রতিদিনের মতো গত সোমবার সকালেও ছেলে আফসানকে নিয়ে মাইলস্টোন স্কুলে যান তার মা আফসানা প্রিয়া। ছেলেকে শ্রেণি কক্ষে দিয়ে প্রতিদিনের মতো ওই স্কুলের অভিভাবক কক্ষে অবস্থান করছিলেন মা আফসানা। দুপুরে হঠাৎ একটি বিমান বিধ্বস্ত হয়ে ওই স্কুলের মাঠে পড়ে। মুহূর্তের মধ্যে বিধ্বস্ত বিমানের আগুনের লেলিহান শিখা মাইলস্টোন স্কুলের মাঠসহ বিভিন্ন কক্ষে আগুন লেগে যায়। এ বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় ওই স্কুলের অনেক শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় শতাধিক শিক্ষক-শিক্ষার্থী। মুহূর্তের মধ্যে ভারি হয়ে উঠে ওই স্কুলের ক্যাম্পাসহ আশপাশের এলাকা। ওই বিমান বিধ্বস্তের পর ওই স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকরা তাদের সন্তানদের বাঁচাতে ছোটাছুটি করেন। একপর্যায়ে সুস্থ্য অবস্থায় পাওয়া যায় ওই স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আফসানকে। কিন্তু বিমান বিধ্বস্তের ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন তার মা আফসানা প্রিয়া। তার নিখোঁজের খবর পেয়ে পাগল প্রায় তার ছেলে-স্বামী। এদিকে ওই শিক্ষার্থীর মায়ের নিখোঁজের খবরে তার গ্রামের বাড়ি মেদীআশুলাই এলাকায় শ্বশুরবাড়িসহ বাবারবাড়ির লোকজন হতাশাগ্রস্থ হয়ে পড়েন। এরপর বিমান বিধ্বস্তের স্থান ওই স্কুল বিভিন্ন হাসপাতালে তাকে খোঁজে ফিরছেন শিক্ষার্থী আফসানের স্বজনরা। কিন্তু বিমান বিধ্বস্ত ঘটনার দুইদিন পেরিয়ে গেলেও গতকাল মঙ্গলবার বিকাল পর্যন্ত ওই শিক্ষার্থীর মা আফসানাকে খোঁজে পাওয়া যায়নি। এ তথ্য নিশ্চিত করেছেন ওই শিক্ষার্থী আফসানের হতাশাগ্রস্থ পরিবারের সদস্যরা।

ওই শিক্ষার্থী আফসানের চাচা দুলাল মৃধা জানান, ওই স্কুলে বিমান বিধ্বস্তের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে অনেক খোঁজাখুঁজি করেছি। এ সময় ভাতিজা আফসানকে খুজে পেলেও তার মাকে খোঁজে পাওয়া যাচ্ছে না। এরপর থেকে বিমান বিধ্বস্তের স্থানসহ বিভিন্ন হাসপাতালে তাকে খোঁজে ফিরছি।

কিন্তু তার কোনো সন্ধান পাচ্ছি না। ওই ঘটনার দুদিন পেরিয়ে গেলেও এখনও নিখোঁজ রয়েছেন শিক্ষার্থী আফসানের মা আফসানা প্রিয়া। তবে কেউ যদি তার সন্ধান পেলে কন্ট্রোল রুম ও তার পরিবারের সঙ্গে (০১৮১৪৪৪৯৩২৬-এ নাম্বার) যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন শিক্ষার্থী আফসানের হতাশাগ্রস্থ পরিবার। এ ব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তা কাউছার আহাম্মেদ জানান, ওই বিমান বিধ্বস্তের ঘটনাটি খুবই মর্মান্তিক ঘটনা। শুনেছি ওই দুর্ঘটনার পর আমাদের কালিয়াকৈরের ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর মাকে খোঁজে পাওয়া যাচ্ছে না। তবে তার পরিবার যেন ওই শিক্ষার্থীর মাকে ফিরে পান এমনটাই প্রত্যাশা করেন তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত