ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
যুবদলের আহ্বায়ক মোহাম্মদ হারুনুর রশিদের সঞ্চালনায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সালে মুছার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। আরও উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট মহসিন, গোলাম মোস্তফা, তাইবুর রহমান মাসুম, শুকড়ী সেলিম, আবু কালাম, বিউটি আক্তারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী।