রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কুড়িগ্রাম ও লালমনিরহাট জোন শাখার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার কুড়িগ্রাম সদরের খলিলগঞ্জ অভিনন্দন কনভেনশন সেন্টারে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কুড়িগ্রাম ও লালমনিরহাট জোন শাখার কর্মকর্তাদের আয়োজনে প্রশিক্ষণ, ব্যাংকিং এবং ঋণের আইনি দিক নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ সময় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কুড়িগ্রামের জোনাল ব্যবস্থাপক শওকত শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক রহমতুল্লাহ সরকার, কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার প্রিতম কুন্ডু, লালমনিরহাট জোনের জোনাল ব্যবস্থাপক হাফিজুল ইসলাম প্রমুখ।