ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

উখিয়ার সৈয়দ নুর হত্যায় গ্রেপ্তার তিন

উখিয়ার সৈয়দ নুর হত্যায় গ্রেপ্তার তিন

কক্সবাজারের উখিয়ার সৈয়দ নুর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুই রোহিঙ্গা যুবকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। নিহত সৈয়দ নুর রাজাপালং ইউনিয়নের দরগাহ বিল গ্রামের বাসিন্দা। গত সোমবার বিকাল থেকে রাতব্যাপি অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, নাইক্ষ্যংছড়ির ঘুমধুম আজুখাইয়া গ্রামের অছিউর রহমানের ছেলে ইসমাইল, রোহিঙ্গা নাগরিক অলী উল্লাহর ছেলে রহমত উল্লাহ এবং অন্য রোহিঙ্গা আলী হোসেন মুনিয়া। এছাড়াও টেকনাফের হোয়াইক্যং এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৮ জুলাই সন্ধ্যায় সৈয়দ নুরকে অজ্ঞাতনামা কয়েকজন অপহরণ করে নিয়ে যায়।

পরদিন তার স্ত্রী জোবাইদা বেগম নাইক্ষ্যংছড়ি থানায় একটি অপহরণ মামলা করেন। মামলার পর নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে গত সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে আজুখাইয়া এলাকার দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে সৈয়দ নুরের লাশ উদ্ধার করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুরুল হক বলেন, ‘পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে সৈয়দ নুরকে পাহাড়ে নিয়ে গিয়ে গলায় গামটেপ পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত অব্যাহত আছে। স্থানীয়দের মতে, পাহাড়ি এলাকায় অপরাধ প্রবণতার হার বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে। বিশেষ করে রোহিঙ্গাদের অংশগ্রহণে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত