ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

চাঁদপুরে ছাদের প্লাস্টার ধসে আহত এক

চাঁদপুরে ছাদের প্লাস্টার ধসে আহত এক

চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী পালবাজারের ভবনের ছাদের প্লাস্টার ধ্বসে পড়ে গোস্তের দোকানের কর্মচারী মুরাদ মিঝি (৩৫) আহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বাজার চলাকালিন সময়ে এ ঘটনা ঘটে।

আহত মুরাদ মিঝি সদর উপজেলার শাহমাহমুদ মহমায়া এলাকার মরহুম নান্নু মিঝির ছেলে। সে খোরশেদ গাজীর গোস্তের দোকানের কর্মচারী।

জানা যায়, ১৯৮৩ সালে ২০ জুলাই কুমিল্লার জেলা প্রশাসক সৈয়দ আমিনুর রহমান পৌর কাঁচাবাজারের উদ্বোধন করেন।

এরপর ভবন হওয়ার পর থেকে বিভিন্ন সময় নামে মাত্র সংস্কার করা হয়। এই সংস্কার নামে পৌরসভার সাবেক মেয়র জিল্লুর রহমান জুয়েল তরকারি, মাংস ও মুরগীর দোকান থেকে সংস্কারের জন্য আড়াই লাক টাকা ও তার বেশি টাকা করে ব্যবসায়ীদের কাছ থেকে নিয়েছেন। নামে মাত্র তিনি সংস্কার করেন। এর আগেও বাজার করতে এসে ছাদ ধ্বসে মাছ ক্রয় করতে আসা এক ক্রেতার মাথায় পড়ে গুরুত্বর আহত হয়। আহত মুরাদ মিঝি জানান, এক ব্যক্তির জন্য ৪ কেজি গোস্ত বিক্রির জন্য তৈরি করতেছিলাম। হঠাৎ ভবনের ছাদ ধ্বসে আমার মাথায় ও শরীরের বিভিন্ন অংশে পড়ে। উপরে দুটি ফ্যান চলমান অবস্থায় থাকায় আহত কম হয়েছি। তাই প্রাথমিক চিকিৎসা নেওয়া হয়। পালবাজার ব্যবসায় পরিচালনা কমিটির সহ-সভাপতি মনিরুল ইসলাম জানান, পালবাজার চাঁদপুর জেলার একটি ঐতিহ্যবাহী বাজার। দুঃখের বিষয় এই বাজারটির ভবন মেরামত না করার বিভিন্ন সময়ে ছাদ খসে পড়ে মানুষ আহত হচ্ছে। কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন সময়ে যোগাযোগ করা হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। পৌরসভার সাবেক মেয়র জিল্লুর রহমান তরকারি, মাংস ও মুরগীর দোকান থেকে সংস্কারের জন্য আড়াই লাখ টাকা ও তার বেশি টাকা করে ব্যবসায়ীদের কাছ থেকে নিয়েছেন। প্রায় ৩ মাস পূর্বে বর্তমান পৌর প্রশাসকের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। তিনি শিগগিরই বাজার ইজারা হবে এবং এই ইজারার টাকা দিয়ে ভবন নির্মাণ করা হবে বলে আশ্বস্ত করেন। ইজারা হয়ে যাওয়ার ৪ মাস অতিক্রম হলেও এখনও ভবনের মেরামত করা হয় নাই। আমরা আশা করবো অতি দ্রুত পৌর প্রশাসক ব্যবস্থা গ্রহণ করবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত