ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

নোয়াখালীতে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

নোয়াখালীতে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

এসএসসি-দাখিল জিপিএ-৫ পাওয়া ৩৫০ জন ছাত্র-ছাত্রীদের কৃতিত্বের স্বীকৃতি হিসেবে সংবর্ধনা প্রদান করেছে নোয়াখালী জেলা উত্তর ইসলামী ছাত্রশিবির শাখা। গতকাল মঙ্গলবার সকালে জেলা উত্তর শাখার আয়োজনে চৌমুহনী মোরশেদ আলম কমপ্লেক্স কনভেনশন হলে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদেরকে ফুলের শুভেচ্ছা জানায় সংগঠনটি।

জেলা উত্তর সভাপতি দাউদ ইসলামের সভাপতিত্বে সেক্রেটারি মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা, বিজ্ঞানবিষয়ক সম্পাদক ডা. রিফাত মাহমুদ, জেলা আমির ইসহাক খন্দকার, সেক্রেটারি বোরহান উদ্দিন, সমাজ সেবক এসএম শাহাব উদ্দিন-সহ আরও অনেকে। ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা এইসব ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, আজকের এই সাফল্য শুধু একটি সনদপত্র নয়, বরং এটি একটি নতুন যাত্রার সূচনা।

দাখিল, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া তোমরা প্রমাণ করেছে বাংলাদেশের ভবিষ্যৎ কতটা সম্ভাবনাময়, কতটা উজ্জ্বল। অত্যন্ত চ্যালেঞ্জিং সময়ের মধ্যেও যারা এই সাফল্য অর্জন করেছে, তারা শুধু নিজের নয়, বরং পরিবার, সমাজ এবং দেশের মুখও উজ্জ্বল করেছে। কিন্তু এখানেই শেষ নয়।

এই জয় শুধু শুরু মাত্র। তোমরা যারা এই সাফল্য পেয়েছ, মনে রেখো সফলতা কখনোই দুর্ঘটনা নয়। এটি নিষ্ঠা, অধ্যবসায়, পরিকল্পনা ও আত্মত্যাগের ফল। তবে এই আত্মবিশ্বাস যেন অহংকার না হয়ে ওঠে, বরং তা হোক আরও ভালো মানুষ হওয়ার প্রেরণা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত