কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘জুসের সঙ্গে চেতনানাশক মিশিয়ে’ পান করানোর পর অজ্ঞান অবস্থায় মা ও তার কিশোরী মেয়েকে ধর্ষণের ঘটনা ঘটেছে। আর ঘটনায় জড়িত অভিযোগে দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (১৪ এপিবিএন) সদস্যরা। গত সোমবার রাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। গ্রেপ্তাররা হল, উখিয়ার বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের ছৈয়দ হোসেনের ছেলে হাবিব উল্লাহ (৫০) এবং একই ক্যাম্পের মোহাম্মদ হোসেনের ছেলে হাবিব উল্লাহ (১৯)। ভুক্তভোগী মা-মেয়ে একই রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
এপিবিএনসহ স্থানীয়দের বরাতে উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে জুসের মধ্যে চেতনানাশক মিশিয়ে ক্যাম্পটির জনৈক মা ও মেয়েকে পান করায়। এক পর্যায়ে তারা অবচেতন হয়ে পড়েন। পরে তাদের দুইজনকে দুর্বৃত্তরা পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। মা-মেয়ের জ্ঞান ফিরলে বিষয়টি পরিবার ও সংশ্লিষ্ট প্রশাসনকে জানায়। পরে রাতেই অভিযোগেরভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। মা-মেয়েকে শারীরিক পরীক্ষার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।
মুহাম্মদ আরিফ হোছাইন জানান, ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে। আরিফ হোসেন বলেন, গ্রেপ্তার দুইজনকে গতকাল মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।