রাজবাড়ী সদর থানা এলাকায় র্যাব-১০ এর অভিযানে মাদক মামলাসহ একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি মো. হালিম সরদার ওরফে গলাকাটা হালিম (৪০) গ্রেপ্তার হয়েছেন। গতকাল মঙ্গলবার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার এসব তথ্য জানান। তিনি বিজ্ঞপ্তিতে জানান, গত সোমবার সন্ধ্যায় গোপন সংবাদেরভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। হালিম সরদার রাজবাড়ী সদর উপজেলার সোনাকান্দর গ্রামের মৃত জলিল সরদারের ছেলে।