
চাঁদপুর-২ আসনের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রচারের অংশ হিসেবে একদিনে প্রায় ১ লাখ লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দিনব্যাপী দুই উপজেলায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ৩৫টি দল পৃথকভাবে শিক্ষা প্রতিষ্ঠানসহ সাধারণ মানুষের হাতে এসব লিফলেট তুলে দেয়। দুপুরে উপজেলার কালিপুর বাজার ও পাশবর্তী শিক্ষা প্রতিষ্ঠান লিফলেট বিতরণ এবং সাধারণ মানুষের কাছে এর গুরুত্ব তুলে ধরেন এই আসনে মনোনয়ন প্রত্যাশী সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির সহসভাপতি এম এ শুক্কুর পাটোয়ারী।মতলব উত্তর থানা স্বেচ্ছাসেবক দল সভাপতি শাহজালাল প্রধান, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি সফিকুল ইসলাম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন মিয়াজী, উপজেলা বিএনপির সদস্য কামরুল ঢালী, স্বেচ্ছাসেবক দলের সদস্য মাসুদ রানা, ষাটনল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।