ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান

অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারী, বালিপাড়া ইউনিয়নের বিভিন্ন স্পটে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির কয়েকটি চক্র। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনায় নামে ত্রিশাল উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লা আল বাকীউল বারী ও সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট কাউকে আটক বা জরিমানা করতে সক্ষম হয়নি। প্রশাসনের উপস্থিত টের পেয়ে দ্রুত নৌকা নিয়ে পালিয়ে যায় এই চক্র। এ সময় কানিহারী ইউনিয়নের বাঁরইগাও থেকে উত্তোলিত অবৈধ বালু জব্দ করে তা বড়মা উচ্চ বিদ্যালয়ের মাঠ ভরাট করার জন্য বরাদ্দ করা হয়। মরাখোলা, বালিপাড়ার জব্দবালু বালিপাড়া ইউনিয়ন ভূমি অফিসের সামনের নিচু জায়গা ভরাট করার জন্য বরাদ্দ করা হয়। ইউএনও আব্দুল্লা আল বাকীউল বারী বলেন, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত রাস্তা কেটে দেওয়া হয়েছে এবং প্রবেশপথ বন্ধ করে সাইনবোর্ড দেওয়া হয়েছে। ঘোষণা করা হয়েছে যদি কেউ এই অবৈধ বালুচক্রকে কোনোরকম সাহায্য সহযোগিতা করে। বালু রাখার জন্য সরকারি বা বেসরকারি কোন জমি নির্ধারণ করে দেয়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। এমন কি এই নির্দেশনা অমান্য করে যদি কেউ অবৈধভাবে বালু উত্তোলন করার চেষ্টা করে তাদের সবার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত