ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী

সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী

কিশোরগঞ্জের তাড়াইলে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণ বিষয়ক সেমিনার, সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার রাত ৮টায় উপজেলার সহিলাটী বাস স্টেশন সংলগ্ন স্থানে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুজ্জামান ফরিদ। প্রধান অতিথি ছিলেন- ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল আহাদ রুশু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ১নং ওয়ার্ডের ইউপি সদস্য সংগ্রাম ভৌমিক, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য হারুল মিয়া এবং সংরক্ষিত আসনের ইউপি সদস্য রিতা আকতার ও জাহানারা বেগম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর হাবিবুর রহমান ভূঁইয়া। বক্তারা বলেন, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গ্রাম আদালত কার্যকর ভূমিকা রাখতে পারে। সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত ফৌজদারি ও দেওয়ানি মামলা গ্রাম আদালতে নিষ্পত্তি করা সম্ভব। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বে উভয় পক্ষের মনোনীত প্রতিনিধিদের নিয়ে এই আদালত গঠিত হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত