
পিরোজপুর কাউখালী উপজেলা প্রশাসন ও মৎস অধিদপ্তরের আয়োজনে গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতা সৃষ্টি ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মাসুম মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মতিউর রহমান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, কাউখালী থানার এসআই মাসুদ, সাংবাদিক এনামুল হক, রিয়াদ মাহমুদ সিকদার, হাফেজ মাসুম বিল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী ক্ষমতা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা বলেন মা ইলিশ সংরক্ষণের জন্য ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন সব প্রকার মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এই সময়ে সরকারি আইন অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।