
জামালপুরের সরিষাবাড়ীতে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনীর টহলরত টিম। গত মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া একুশের মোড় থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ডোয়াইল ইউনিয়নের হাসরা মাজালিয়া গ্রামের ইন্তাজ আলীর ছেলে রুবেল মিয়া, জয়নাল আবেদীনের ছেলে হারুন অর রশীদ ও আজিজুল হকের ছেলে জহুরুল বাবু।
জানা যায়, রাতে তারাকান্দি সেনাবাহিনীর ক্যাম্পের ক্যাপ্টেন অর্ণব কবির প্রাপনের নেতৃত্বে একটি দল টহলে বের হয়। এ সময় পোগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া একুশের মোড় এলাকায় টহল চলাকালীন সন্দেহভাজন তিন ব্যক্তিকে তল্লাশি করে সেনাবাহিনীর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা পাওয়া গেলে তাদের আটক করা হয়। পরে রাত ১২টার দিকে আটককৃতদের তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রে হস্তান্তর করা হয়।
তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আমিনুল ইসলাম বলেন, আটকদের তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রে হস্তান্তর করেছে সেনাবাহিনী। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে জেল হাজতে পাঠানো হয়।