ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ভৈরবে নিসচার মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন

ভৈরবে নিসচার মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন

আসছে ২২ অক্টোবর, জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার মাসব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা ভৈরব শাখার সভাপতি আরিফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সাহাবুর রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও শোক প্রস্তাব উপস্থাপন করা হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন, নিসচার সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সুজন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিসচা ভৈরব শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য আলাল উদ্দিন। অনুষ্ঠানে বক্তারা বলেন, ভৈরবের সড়কগুলোতে নানান অনিয়ম, যানজট ও যাত্রী ভোগান্তি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত