ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কাপাসিয়া বাজারে ১০ দোকান পুড়ে গেছে

কাপাসিয়া বাজারে ১০ দোকান পুড়ে গেছে

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সদরে অবস্থিত বৃহত্তম প্রাচীন ব্যবসা কেন্দ্র কাপাসিয়া বাজারে গতকাল বুধবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি মালামালসহ দোকান ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। কাপাসিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে প্রায় ১ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জানা যায়, সকাল সারে ৯টার দিকে বাজারের গৌতম হার্ডওয়ার এন্ড রংমলো রঙ্গের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে দোকানিদের ধারণা।

মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে বাজারের বিশাল অংশে। প্রায় ৩ ঘণ্টাব্যাপী জ্বলন্ত আগুনে পুড়ে ছাই হয়ে যায় লিটন ঘোষ, শীতল মন্ডল, তপন চন্দ্র মন্ডল, লিটন কুমার বনিক, শুশান্ত মল্লিক ও স্বপন মন্ডলের হার্ডওয়ারের দোকানসহ অন্তত ১০টি দোকান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত