ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

৬৫ ভরি স্বর্ণের গহনা ও টাকাসহ মালামাল লুট

৬৫ ভরি স্বর্ণের গহনা ও টাকাসহ মালামাল লুট

সাতক্ষীরা শহরের শহিদ নাজমুল স্মরণীর জুয়েলারি ব্যবসায়ী পিপি চন্দ্র জুয়েলার্সের স্বত্বাধিকারী গৌতম চন্দ্রের বাড়ির গ্রীলের তালা ভেঙে ঘরে ঘরে ঢুকে সিন্ধুক ও পোশাকের আলমারি (ওয়ারড্রপ) ভেঙে ৬৫ ভরি স্বর্ণের গহনা ও দেড় লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার সন্ধ্যার পর শহরের উত্তর কাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল বুধবার দুপুরে পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা করা হয়েছে। সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়ার প্রিতম চন্দ্র জানান, গত মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে তিনি শারীরিক অসুস্থতার কারণে শহরের স্পন্দন ডায়গোনেস্টিক সেন্টারের ডা. আব্দুর রহমানের কাছে যান। তার মা কৃষ্ণা চন্দ্র, বাবা গৌতম চন্দ্র, বোন প্রতি চন্দ্র ও ভগ্নিপতি সৌরভ দেবনাথ ও তার (প্রীতম) স্ত্রীসহ পরিবারের অন্য সদস্যরা বিকাল সাড়ে ৫টার দিকে বাড়িতে ও মূল দরজার ফটকে তালা লাগিয়ে দুর্গা প্রতিমা দেখতে বের হন। ক্লিনিকে কয়েকটি প্যাথালজিকাল টেস্ট করতে দিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি বাড়িতে ফিরে মূল ফটকে তালা লাগানো দেখে বড় বাজারের দুর্গা মন্দিরে অবস্থানরত বোন ও ভগ্নিপতির সঙ্গে দেখা করেন। একপর্যায়ে তারা সকলে রাত সাতটার পরপরই বাড়ির সামনে কাটিয়া দুর্গা মন্দিরে চলে আসেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত