
কিশোরগঞ্জের হোসেনপুরে মাদকসেবীদের গাঁজা খেতে নিষেধের জের ধরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে সংঘবদ্ধ মাদকসেবীরা। ঘটনাটি ঘটে উপজেলার জিনারী ইউনিয়নের ঢাকুরিয়া গ্রামে। নিহত রামেল মিয়া (২০) উপজেলার জিনারী গ্রামের রফিকুল ইসলামের ছেলে। পুলিশ ও অন্যান্য সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে উপজেলার তেঁতুলিয়া গ্রামের লাল মিয়ার ছেলে মাদকসেবী নাঈম মিয়া তার দলবল নিয়ে প্রতিদিনের মতো জিনারী গ্রামের কানাবাড়ি রাস্তার পাশে গাঁজা সেবন করতে থাকে। তা দেখে রামেল মিয়া তাদের গাঁজা খেতে নিষেধ করে এবং প্রতিবাদ জানায়।
এ নিয়ে রামেলের সঙ্গে মাদকসেবীদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মাদকসেবীরা রামেলকে হত্যার হুমকি দিয়ে বলে তরে দুইদিন আগে কিংবা পরে মেরে ফেলব। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার বিকালে রামেল স্থানীয় মাঠে ক্রিকেট খেলা শেষে বাড়ি ফেরার পথে রাস্তায় একা পেয়ে তাকে পিছন দিক থেকে উপর্যুপরি ছুরিঘাত করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে গত মঙ্গলবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলার জিনারী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মেম্বার মুনসুর আহমেদ এ তথ্য জানিয়েছেন।
হোসেনপুর থানার ওসি মারুফ হোসেন জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।