ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মাতামুহুরী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

মাতামুহুরী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে মো. সোহান নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে মাতামুহুরী নদীর মিঞ্জিরি পয়েন্টে গোসল করতে নামলে এ ঘটনা ঘটে। নিখোঁজ মো. সোহান ঢাকার মিরপুরের ইউসিবি চত্বর এলাকার আবু হান্নান সরকারের ছেলে। জানা গেছে, গতকাল সকালে লামা মাতামুহুরি নদীর তীরঘেঁষে সাদা পাথর এলাকায় হোয়াইট পিক স্টেশন রিসোর্টে ওঠেন মো. সোহান ও মো. শাকিল নামের দুই পর্যটক। দুপুরে তারা দুজন রিসোর্টের পাশে থাকা নদীতে একসঙ্গে গোসল করাতে নামে। এ সময় পানির স্রোতে সোহান ডুবে গিয়ে নিখোঁজ হন। ওই সময় সঙ্গে থাকা শাকিল সাঁতার কেটে উপরে উঠতে সক্ষম হন। পর্যটন রিসোর্ট হোয়াইট পিক স্টেশনের পরিচালক মো. আজিম জানান, অগ্রিম বুকিং ছাড়া সোহান ও শাকিল গতকাল বৃহস্পতিবার সকালে রিসোর্টে আসেন। পরে রিসোর্টে বুকিং দিয়ে ঝর্ণায় ঘুরতে যান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত