ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘৩১ দফা বাস্তবায়ন হলে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠিত হবে’

‘৩১ দফা বাস্তবায়ন হলে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠিত হবে’

পিরোজপুর-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও ভাণ্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মাহমুদ হোসেন বলেন, তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির এক সুস্পষ্ট দিকনির্দেশনা। এই কর্মসূচির বাস্তবায়ন হলেই দেশে জনগণের ভোটাধিকার ফিরবে, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠিত হবে।

গতকাল বৃহস্পতিবার পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এই কর্মসূচি বাস্তবায়ন করতে হলে ঘরে ঘরে বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে এবং তৃণমূলকে আরও সংগঠিত করতে হবে। তারেক রহমান দেশের জন্য যে ভবিষ্যৎ চিন্তা করছেন, তা শুধু একটি রাজনৈতিক দল নয়, গোটা দেশকে উন্নয়নের পথে নিতে সক্ষম।

সভায় স্থানীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে মাহমুদ হোসেন বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে, যেন তারেক রহমানের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়া যায় এবং তা বাস্তবায়নের পথ সুগম হয়।

সভায় পৌর বিএনপি নেতা আবুল কালাম মাসুমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আমগীর হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সোহাগ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা শরিফ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আবুল কালাম মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিলন, সদস্য সচিব সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাহফুজুল ইসলাম উজ্জাল প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত