
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি গরুর খামার থেকে ৮টি গরু চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়ার পর থেকে খামারিদের মধ্যে চোর আতঙ্ক বিরাজ করছে। ঈশ্বরগঞ্জ পৌরসভার রেলগেইট জামে মসজিদ এলাকায় এ চুরির ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ঈশ্বরগঞ্জ পৌরসভার চরনিখলা, শিমরাইল, কাকনহাটি, দত্তপাড়া, ধামদি, চরহোসেনপুরসহ আশপাশের এলাকার বেশির ভাগ মানুষের পেশা কৃষিকাজ।
কৃষি কাজের পাশাপাশি তারা বিভিন্ন জাতের গবাদি পশু পালন করে থাকেন। ওই সব এলাকায় প্রায় শতাধিক গরুর খামার রয়েছে। আর গরু রয়েছে কয়েক শতাধিক। এক রাতে আটটি গরু চুরি হওয়ার খবরে আতঙ্ক ও উৎকণ্ঠায় রয়েছেন উপজেলার বিভিন্ন অঞ্চলের খামারিরা। একই এলাকার ক্ষুদ্র খামারি কাশেম মিয়া বলেন, এভাবে গরু চুরি হতে থাকলে চুরির ভয়ে কেউ আর গরু পালবে না। দ্রুত চুরি রোধ করতে পুলিশ-প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। ক্ষতিগ্রস্ত খামারি মো. আরিফ হোসেন সায়মন জানান, গতকাল বৃহস্পতিবার ভোর সোয়া ৪টার দিকে খামার ঘরের তালা কেটে ৮টি গরু নিয়ে যায় চোরের দল। এতে তাদের অন্তত ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুল রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।