ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

অস্ত্রসহ পাঁচ ডাকাত আটক

অস্ত্রসহ পাঁচ ডাকাত আটক

ঢাকার ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচজন ডাকাতকে আটক করেছে ধামরাই থানা পুলিশ। এ সময় একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার আটকের বিষয় নিশ্চিত করেন ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম। আটকরা হলেন- মিজানুর রহমান, হাফিজুর রহমান টুকু, ইমরান ব্যাপারী, ইলিয়াস কাজী ও মনির হোসেন। আসামিরা মূলত ঝালকাঠি, বরিশাল, ফরিদপুর ও ভোলার বাসিন্দা হলেও বর্তমানে ঢাকার বিভিন্ন এলাকায় অবস্থান করছিল। ধামরাই থানার উপ-পরিদর্শক এসআই কাওছার জানান, গত বৃহস্পতিাবর দুপুরের দিকে ধামরাইয়ের বাথুলি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে অভিযান পরিচালনা করি। অভিযানে হাতুড়ি, চাকু ও লোহার রডসহ প্রাইভেটকারে থাকা পাঁচজনকে আটক করা হয়। ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান, আটকরা পেশাদার ডাকাত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত