ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশিকে ফেরত দেয়নি বিএসএফ

সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশিকে ফেরত দেয়নি বিএসএফ

দুই দিন পার হলেও এখনও কোনো সন্ধান হয়নি বদরের। গত বুধবার বেলা ১১টার দিকে বেনীপুর সীমান্তের শূন্য রেখা থেকে বদর (২৮) নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বদর জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনীপুর গ্রামের মো. করিমের ছেলে। তথ্যানুসন্ধানে জানা গেছে, বদর টাকার বিনিময়ে সীমান্ত দিয়ে রাতের আধারে অবৈধভাবে মানুষ পারাপার করত। বিশেষ করে ছাত্র-জনতার গণঅভুত্থ্যানের পর থেকে এই সীমান্ত দিয়ে বদরসহ বেনীপুর গ্রামের বেশ কয়েকজন যুবক মিলে ভারতীয় তারকাটা কেটে মানুষ পারাপার করে আসছিল। ঘটনার দিন বদরসহ ৫-৬ জন সীমান্তে যায়। এ সময় ভারতের লোনা গঞ্জ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে শূন্য রেখা থেকে ধরে নিয়ে যায়। এ সময় অন্যরা পালিয়ে যায়। আর বদরকে আটক করে লোনা গঞ্জ ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ। ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়ার পর থেকে বদরের বাড়িতে ভিড় করতে শুরু করেছে গ্রামবাসীরা। বদরের বাবা মো. করিম বলেন, আমার ছেলেক বিএসএফ ধরে নিয়ে গেছে। প্রথমে গ্রামের লোকজন আমাদের খবর দেয় তাকে মেরে ফেলা হয়েছে। কিন্তু সে বেঁচে আছে। আমরা বিজিবির কাছে আবেদন জানিয়েছি যেন তাকে ফিরিয়ে দেওয়া হয়। মহেশপুর-৫৮ বিজিবির পরিচালক অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম বলেন, আটককৃত বদরের বিষয় বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠকের বিষয়ে জানানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত