
পাবনার চাটমোহরে অগ্নিকাণ্ডে বসতবাড়ি ও দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সবকিছু পুড়ে গেলেও অক্ষত রয়েছে পবিত্র কোরআন শরীফ। গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর উত্তর পাড়া গ্রামের অগ্নিকাণ্ডে আয়েজ উদ্দিনের ছেলে আফাজ উদ্দিনের বসত ঘর ও দোকান পুড়ে যায়। এ সময় ঘরে রাখা ফার্নিচার, নগদ টাকা, জামাকাপড়, দোকানের মালামাল, গবাদি পশুপাখি পুড়ে ছাই হয়ে গেছে। আফাজ উদ্দিন জানান, ঘরের মধ্যে পরিবার নিয়ে ঘুমিয়ে ছিলাম। আগুনের প্রচণ্ড তাপ ও ধোঁয়ায় ঘুম ভেঙে যায়। চোখের সামনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এলাকাবাসী জানায়, আফাজ উদ্দিন ও তার পরিবারের লোকজনের চিৎকার চেঁচামেচিতে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি । ফায়ার সার্ভিসকেও খবর দেই কিন্তু রাতে সড়কে একটি বালুর ট্রাক রাস্তা ব্লক করে রাখার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘুরে আসতে হয়। ততক্ষণে ঘরের সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে।