ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের স্বাস্থ্য সহকারীরা বেতন বৈষম্য নিরসনের ছয় দফা দাবিতে চতুর্থদিনের মত টানা কর্মবিরতি পালন করেছেন। গতকাল শনিবার সকাল দশটায় মোহাম্মদ রিয়াদ হোসেন ডাকুয়ার (লিটন) সভাপতিত্বে কর্ম বিরতি পালন করা হয়। এতে উপজেলা এবং ইউনিয়নের সব পর্যায়ের হেলথ এসিস্ট্যান্টসহ দায়িত্বরত সবাই উপস্থিত ছিলেন। তারা তাদের ব্যানার সহকারে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে উপস্থিত হয়ে কর্মবিরতি পালন করেন। এবং তাদের দাবি উল্লেখ করেন যদি তাদের দাবি মানা না হয়, পরবর্তীতে কেন্দ্রীয় পর্যায়ে যে কর্মসূচি আসবে সেই কর্মসূচির সঙ্গে একমত পোষণ করবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত