
যমুনা সেতু পশ্চিম মহাসড়কে প্রাইভেটকার থামিয়ে ডাকাতির ঘটনায় অবশেষে পুলিশ বাদী হয়ে মামলা হয়েছে।
পুলিশ এ মামলায় অজ্ঞাত ডাকাতদের গ্রেপ্তারে মাঠে নেমেছে। তবে এ ঘটনায় এখনও ভিকটিমকে খুঁজে পায়নি পুলিশ এবং এ মামলার বিশেষ তদন্ত শুরু হয়েছে। যমুনা সেতু পশ্চিম থানার ওসি আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত শুক্রবার রাতে উত্তরবঙ্গ থেকে একটি প্রাইভেটকার ঢাকা যাচ্ছিল। এ সময় যমুনা সেতু পশ্চিমপাড় কামারখন্দ উপজেলার ঝাঐল ওভার ব্রিজ এলাকায় ডাকাতেরা প্রাইভেটকার থামিয়ে ডাকাতি করে এবং ওই কারের লোকজনকে মারপিট করে লুটপাতের ঘটনা ঘটায়।