
মুন্সিগঞ্জের সিরাজদীখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসের পেছনে অন্য বাসের ধাক্কায় এক বাসের হেলপার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। গতকাল রোববার সকাল ৯টার দিকে জেলার সিরাজদীখান উপজেলার চালতিপাড়া এলাকায় হানিফ ও ইমাদ পরিবহনের দুই বাসের মধ্যে এ দুর্ঘটনা ঘটেনিহত শরীয়ত (২২) ইমাদ পরিবহনের হেলপার।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাওয়া মুখে এক্সপ্রেসওয়ের লেনে হানিফ পরিবহনের একটি বাস দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে দ্রুতগামী ইমাদ পরিবহনের আরেকটি যাত্রীবাহী বাস এসে সেটিকে সজোরে ধাক্কা দেয়।