ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বিশ্ব শিক্ষক দিবস পালিত

বিশ্ব শিক্ষক দিবস পালিত

দেশের বিভিন্ন স্থানে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এবছরের শিক্ষক দিবসের প্রতিপাদ্য, ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’।

নীলফামারী : বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিক্ষা অফিসের আয়োজনে সকালে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রওশন আরা পারভীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা পারভীনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা। সভায় বক্তারা বলেন, শিক্ষক জাতির পথপ্রদর্শক। তাদের অবদান ছাড়া কোনো জাতির উন্নয়ন সম্ভব নয়। তাই শিক্ষকদের যথাযথ মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। আলোচনা সভার আগে সকাল ৯টায় একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।

দিনাজপুর : জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে দিনাজপুর জিলা স্কুল প্রাঙ্গণ থেকে ওই র‍্যালি বের হয় । পরে জিলা স্কুল অডিটোরিয়ামে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা শিক্ষা অফিসার খন্দকার মো. আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য-দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অগ্রগণ্য। দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা গ্রহণ করা যায়। শিক্ষাই একমাত্র শক্তি যা অন্যায়-অত্যাচারকে দূর করতে পারে। শিক্ষাই হচ্ছে মনের চোখ, সে জন্য শিক্ষকদের বলা হয় মানুষ গড়ার কারিগর। আসুন নীতি-নৈতিকতা দিয়ে এই সমাজ-দেশকে সুন্দর করে গড়ে তুলি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এএন শাহজাহান সিদ্দিক। আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. আব্দুর রাজ্জাক, দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান, মাইনুল হাসান মহাবিদ্যালয় সহকারী অধ্যাপক ও শিক্ষক কর্মচারী ঐক্যজোট দিনাজপুরের সভাপতি মো. মঞ্জুরুল ইসলাম, বিজুল দারুল হুদা কামিল মাদ্রাসা বিরামপুরের অধ্যক্ষ ড. মো. নুরুল ইসলাম, দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আবুল কাশেম, দিনাজপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বুলবুল আহমেদ।

রাজবাড়ী : জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের পান্না চত্বর প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এসে শেষ হয়। পরে গতকাল সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। সঞ্চালনা করেন জেলা শিক্ষা অফিসের ডিস্ট্রিক্ট ট্রেইনিং কো-অর্ডিনেটর মো. রিয়াজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. হাবিবুর রহমান। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি এবং সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবু রাসেল, রাজবাড়ী সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু জিহাদ আনছারী, রাজবাড়ী সরকারি কলেজের অধ্যাপক ও বিভাগীয় প্রধান (পদার্থবিজ্ঞান) প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) রাজবাড়ী জেলা শাখার সভাপতি গাজী আহসান হাবিবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

ঝিনাইদহ : জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে গতকাল রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরাসহ শিক্ষকরা বক্তব্য রাখেন।

কমলগঞ্জ (মৌলভীবাজার) : মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে গতকাল সকালে উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পরিষদ চত্বর পদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন লেখক ও গবেষক আহমদ সিরাজ, প্রধান শিক্ষক আব্দুস সোবহান প্রমুখ।

হাজীগঞ্জ (চাঁদপুর) : চাঁদপুরের হাজীগঞ্জে আলোচনা ও রেলি অনুষ্ঠিত হয়। হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.ইবনে আল জায়েদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এর পক্ষে এটিও মো. মিজানুর রহমান পাটোয়ারী। সভায় বক্তব্য রাখেন-হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু সাইদ, কাকৈরতলা জনতা কলেজের অধ্যক্ষ মনিরুল হক পাটোয়ারী, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ এর পক্ষে সহকারী অধ্যাপক সেলিম মিয়া, পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান পাটোয়ারী, রাজারগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আনিসুর রহমান প্রমুখ।

দেবহাটা (সাতক্ষীরা) : দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা বলেছেন, জাতি বির্নিমানে শিক্ষকদের অবদান সর্ববৃহৎ। একজন আদর্শ শিক্ষকের দ্বারাই একটি আদর্শ ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠতে পারে। তাই পিতামাতার পরই শিক্ষকদের সম্মান সবাইকে বজায় রাখতে হবে। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে গতকাল রোববার উপজেলার সব কলেজ, স্কুল ও মাদ্রাসার শিক্ষকদের নিয়ে বিশ্ব শিক্ষক দিবসের বর্ণাঢ্য র‌্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। সখিপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা মিলনায়তনে অধ্যক্ষ মাও. ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইউএনও মিলন সাহা আরও বলেন, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি তারা কোন না কোন শিক্ষকের ছাত্র। দেশকে আরও উন্নত করতে হলে যেমন শিক্ষকদেরকে সুপরামর্শক, সুচিন্তক ও সুপরামর্শক হতে হবে তেমনি শিক্ষকদের ন্যায্য দাবি দাবা পূরণে সরকারকে এগিয়ে আসতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত