ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ফরিদপুর পৌর এলাকার দেড় শতাধিক ক্লোজ সার্কিট ক্যামেরা অচল

ফরিদপুর পৌর এলাকার দেড় শতাধিক ক্লোজ সার্কিট ক্যামেরা অচল

ফরিদপুর জেলা শহরের পৌর এলাকায় প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে দেড় শতাধিক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। বর্তমানে এসব ক্যামেরার অধিকাংশই বিকল হয়ে আছে। ফলে শহরের অপরাধ নিয়ন্ত্রণে প্রযুক্তি-নির্ভরতা ভীষণভাবে ব্যাহত হচ্ছে।

জানা যায়, ২০২১ সালে ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে অপরাধ প্রবণতা নিরধে শহরের গুরুত্বপূর্ণ প্রায় দেড় শতাধিক পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করা হয়। এসব ক্যামেরা সরাসরি নিয়ন্ত্রণ করা হতো পুলিশ সুপারের কার্যালয়ে স্থাপিত কন্ট্রোল রুম থেকে। তবে এখন ক্যামেরাগুলোর অধিকাংশই নষ্ট হয়ে আছে, অনেক জায়গায় শুধু ক্যামেরার বক্স থাকলেও ভেতরে ক্যামেরা নেই, কোথাও আবার ক্যামেরা থাকলেও সেটি কাজ করছে না। এমনকি কিছু পয়েন্টে ক্যামেরা দুর্বৃত্তরা ভেঙে ফেলেছে। দিনে ও রাতে বেড়েছে চুরি, ছিনতাইসহ নানা অপরাধ। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন শহরবাসী, বিশেষ করে ব্যবসায়ী ও নারী পথচারীরা।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল (পিপিএম) সাংবাদিকদের? বলেন, সিসি ক্যামেরা সংস্কারের জন্য এখনও প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া যায়নি। তবে বিষয়টি জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থাপন করা হয়েছে। খুব দ্রুতই শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুনরায় সিসি ক্যামেরা সচল করার উদ্যোগ নেওয়া হবে। পুলিশ সুপার আরও বলেন সিসি ক্যামেরা যেহেতু জননিরপত্তার জন্য ব্যবহার করা হচ্ছে তাই শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ব্যক্তি উদ্যোগেও এই সিসি ক্যামেরা স্থাপন করার অনুরোধ করা হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত