ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

শ্রীমঙ্গলে ভারতীয় শাড়ি উদ্ধার আটক তিন

শ্রীমঙ্গলে ভারতীয় শাড়ি উদ্ধার আটক তিন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ পথে আনা ভারতীয় শাড়ি উদ্ধার করেছে পুলিশ। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে শ্রীমঙ্গল থানার এসআই মো দেলোয়ার হোসেন-এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ঢাকা সিলেট আঞ্চলিক সড়কের সখিনা সিএনজি পাম্পের সামনে থেকে একটি পিকআপ গাড়ি থেকে ২৬৯ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করে।

এ সময় গাজীপুর জেলার জয়দেবপুরের রুহুল আমিন এর পুত্র রায়হান হাওলাদার, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরের আবুল কাশেমের পুত্র ওমর ফারুক ও নেত্রকোনা জেলার পূর্বধলার হাছেন আলীর ছেলে মো. আবু তাহেরকে গ্রেপ্তার করা হয়। শ্রীমঙ্গল থানার এসআই আমিনুল ইসলাম জানান, গতকাল রোববার আসামিদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত