ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জামায়াতের খাবার বিতরণ

জামায়াতের খাবার বিতরণ

ফেনীর সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নের চরাঞ্চলের কর্মহীন শ্রমজীবীদের ফুড প্যাকেট উপহার দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং ফেনী-৩ (দাগনভূঁঞা-সোনাগাজী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মো. ফখরুদ্দিন মানিক। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সোনাগাজী উপজেলা শাখার উদ্যোগে গতকাল সোমবার সকালে এসব কর্মহীন শ্রমজীবীদের মাঝে ফুড প্যাকেট বিতরণ করেন তিনি। সোনাগাজী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি সৈয়দ মাঈনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সংগঠনের জেলা উপদেষ্টা পরিষদের সদস্য সচিব মাওলানা আব্দুর রহিম, উপজেলা কমিটির প্রধান পৃষ্ঠপোষক মাওলানা মো. মোস্তফা, পৌরসভার প্রধান পৃষ্ঠপোষক মাওলানা কালিম উল্লাহসহ অন্যান্য নেতারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত