
কিশোরগঞ্জের ইটনায় হাওরে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার ধনপুর ইউনিয়নের করণচা বড়হাটি গ্রামের পাশের হাওরে এ ঘটনা ঘটে। নিহত সুরঞ্জিত দাস (২৭) ধনপুর ইউনিয়নের করণচা বড়হাটি গ্রামের পরশ দাসের ছেলে।
ইটনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ সকালে বাড়ির পাশে হাওরে বাবা পরশ দাসের সঙ্গে জাল ফেলে মাছ ধরছিলেন সুরঞ্জিত। হঠাৎ বজ্রপাত শুরু হলে তারা বাড়িতে ফেরার চেষ্টা করেন। পথে বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই সুরঞ্জিত দাস গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন দ্রুত তাকে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।