ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পাকুন্দিয়ায় বজ্রপাতে যুবক নিহত

পাকুন্দিয়ায় বজ্রপাতে যুবক নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাড়ির পাশের জমি থেকে গরুর জন্য ঘাস আনতে গিয়ে বজ্রপাতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকাল ৩টার দিকে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের আদিত্যপাশা গ্রামে এই ঘটনা ঘটে।নিহত ওয়াহিদ মিয়া (২১) ওই গ্রামের মজনু মিয়ার ছেলে। পাকুন্দিয়া থানার ওসি সাখাওয়াৎ হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, ওয়াহিদ মিয়া বিকাল ৩টার দিকে বাড়ির পাশের মাঠে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন। এ সময় হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। হঠাৎ বজ্রাঘাতে ওয়াহিদ মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত